হঠাৎই ইঞ্জিন বন্ধ হয়ে ভয়াবহ আগুন ধরে বাইকে

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩০ অক্টোবর,২০২০: রাস্তায় চলতে চলতে হঠাৎ একটি বাজাজ এম-৮০-র ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর চালক নেমে দেখতে যান তেল শেষ হয়ে গেছে কিনা। সেই মুহূর্তেই হঠাৎ দাউ দাউ করে জ্বলতে শুরু করে এম-৮০ টি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রিবেলা বোলপুরে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জল এবং বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সূত্রের খবর,বোলপুরের লায়েক বাজার এলাকার বাসিন্দা প্রসূন দত্ত এদিন রাতে লায়েক বাজার থেকে বোলপুর আসছিলেন। সে সময়ই আসার পথে হঠাৎ ওই স্কুটারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কেন ইঞ্জিন বন্ধ হয়ে গেল তা দেখতে তিনি নামেন এবং তেল শেষ হয়েছে কিনা দেখতে গেলেই হঠাৎ আগুন ধরে যায়। তবে কি কারণে এমন আগুন ধরার ঘটনা ঘটল তা সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি। তবে এমন আগুন লাগার কারণ হিসেবে অনেকেই মনে করছেন, গাড়ি থামিয়েই হঠাৎ করে তেলের ট্যাঙ্ক খুলে দেওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে অথবা কোন দিক দিয়ে তেল বেরিয়ে আসার কারণে এমনটা ঘটতে পারে।