চিৎপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ অক্টোবর, ২০২০: প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিৎপুরে। আজ সকালে হঠাৎ ই ওই কারখানায় আগুন লাগে।

জানা গিয়েছে, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি, কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। আগুনের শিখা ক্রমশই বাড়ছে বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে খবর, ওই কারখানায় প্রচুর পরিমানে রাসায়নিক দ্রব্য মজুত করা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান কারখানার ভিতরে কোনো কর্মী আটকে নেই।

আরও পড়ুন…মুর্শিদাবাদে বিজেপির গাড়ি লক্ষ্য করে বোমা

এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায় নি। তবে , যেহেতু আগুনের উৎস স্থল এখনো খুঁজে পাওয়া যায় নি তাই অত্যন্ত জনবসতি পূর্ণ অঞ্চলে কারখানাটি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ও আশংকা করা হচ্ছে।