বহরমপুরে পোড়ানো হল যোগী আদিত্যনাথের কুশপুতুল

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর,২ অক্টোবর,২০২০ : একসময় যোগী আদিত্যনাথের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সাড়া নিয়ে বিরোধীরা অধীর চৌধুরীকে বহুবার কটাক্ষ করেছিলেন। কিন্ত আজ সব কিছুকেই উপেক্ষা করে জল ঢেলে দেওয়া হল খোদ মুর্শিদাবাদের অধীরগড়ে। রাহুল গান্ধীর উপর আক্রমণের প্রতিবাদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলও দাহ করা হয়ছে।

পথসভায় উপস্থিত ছিলেন রাণীনগরের বিধায়িকা ফিরোজা বেগম ও জেলা নেত্রী মৌসুমী বেগম সহ মুর্শিদাবাদ জেলা  কংগ্রেসের মাহফুজ আলম  ও  স্হানীয় কংগ্রেস নেতৃত্বরা। উল্লেখ্য, হাতরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে রাহুল গাঁধীর উপরে হামলা প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়েছে।

আরও পড়ুন…এবার ডেরেক ও ব্রায়েনকেও হাতরাসে ঢুকতে দিল না যোগী সরকার

ওই ঘটনার প্রতিবাদে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে গির্জার মোড় পর্যন্ত মিছিল করে কংগ্রেসের বিক্ষোভ পথসভা আয়োজন করা হয়েছিল।