সবজি ব্যাবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো দুস্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা ২৫ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর:প্রকাশ্য দিবালোকে এক সবজি ব্যাবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের তিনপুল এলাকায়।

এলাকার রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের ঘটনার ভিডিও ধরা পড়েছে। গুরুতর জখম বিশু মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দুস্কতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ইদলামপুর থানার পুলিশ। প্রতিদিনের মতোই বাড়ি থেকে একটি রিকশাভ্যানে করে বাজারে যাচ্ছিলেন সবজির আড়তদার ব্যাবসায়ী বিশু মন্ডল। ইসলামপুর শহরের তিনপুল এলাকায় একটি মোটরবাইকে এসে তিন দুস্কৃতী তাঁর পথ আগলে দাঁড়ায়। আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে বিশুবাবুর সঙ্গে থাকা টাকা পয়সা ছিনতাই করার চেষ্টা করে। বিশু মন্ডল বাধা দিতে গেলে ব্যাপক মারধর করে। বিশু মন্ডলের চোখে আঘাত লাগে এবং হাত ভেঙে দেয় দুস্কৃতীরা। এরপর প্রায় লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। তিনপুল এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ছিনতাইয়ের ঘটনা। দুস্কৃতীদের প্রহারে গুরুতর জখম ব্যাবসায়ী বিশু মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

আরও পড়ুন…মুক্তি পেল বাংলার মুখ্যমন্ত্রীর জীবন যুদ্ধের কাহিনী বাঘিনীর