দোকান বসাকে কেন্দ্র করে বোলপুরে সোনাঝুরি হাট এ ব্যবসায়ীদের বচসা

নিজস্ব সংবাদদাতা ২৮ নভেম্বর ২০২০বীরভূম:সোনাঝুরি হাটে দোকান বসাকে কেন্দ্র করে হাটের কমিটির সঙ্গে ব্যবসায়ীর বচসা। হাটের কমিটির এক সদস্য কে ছুরি নিয়ে গলায় আঘাত করার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে।

পাল্টা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে হাট কমিটির বিরুদ্ধে।ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ দুইজনকে আটক করল। শান্তিনিকেতন থানার সোনাঝুরি হাটে দোকান বসানো কে কেন্দ্র করে হাট কমিটির সদস্য আনোয়ার শেখ কে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে হাটেরই ব্যবসায়ী মাধব ধীবরের বিরুদ্ধে। পাল্টা ব্যবসায়ী মাধব ধীবরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হাট কমিটির সদস্য আনোয়ার শেখ ও অন্যান্যদের বিরুদ্ধে । হাটকমিটির বক্তব্য এই হাটে বসতে গেলে আমাদের জানাতে হয় কিন্তু তা না করে মাধব ধীবর জায়গা দখল করেছে। রাস্তার সমস্যা হচ্ছিল প্রতিবাদ করতে গেলে আমাদের সদস্যকে ছুরি দিয়ে আঘাত করে এবং মারধর করে। ব্যবসায়ীর অভিযোগ আমরা এই সোনাঝুরি হাটে ১০ বছর ধরে ব্যবসা করছি,আমাদের জায়গায় অন্যজনকে দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা দোকান বসাতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

 

আরও পড়ুন…মুর্শিদাবাদে সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রী প্রশংসায় চন্দ্রিমা ভট্টাচার্য

ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি ছুরি উদ্ধার করে। দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।