চার চাকার গাড়ি দিয়ে রেলগেট ভেঙে পালালো যুবক

নিউজ ডেস্ক ৭ অক্টোবর ২০২০ জলপাইগুড়ি: চার চাকার একটি গাড়ি নিয়ে রেলগেট ভেঙে দিয়ে পালিয়ে গেল চালক। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি‌ সদর ব্লকের পাহাড়‌পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গু‌য়াঝাড় এলাকায়।

রেলগেট ভেঙে যাওয়ায় প্রায় আধঘন্টা ধরে বন্ধ থাকে ট্রেন চলাচল। এদিকে ঘটনার জেরে রেলগেটের রাস্তার দুপাশে‌ প্রচুর গাড়ি আটকে পড়ে। জলপাইগুড়ি রোড স্টেশনে‌র পাশেই রয়েছে এই রেলগেট। খবর পেয়ে ঘটনা‌স্থলে ছুটে আসে‌ন স্টেশন সুপার পার্থপ্রতিম পাল। তিনি বলেন, “ শিলিগুড়ির দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি রেলগেট ভেঙে পালিয়ে যায়। এর ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ এবং রেলগেট আটকে থাকায় রাস্তায় কিছুটা যানজট তৈরি হয়”।

আরও পড়ুন…খাবারের লোভেই অবশেষে ধরা দিয়ে গ্রামবাসীদের স্বস্তি দিল বাঘ

পরে ভেঙে যাওয়া রেলগেট সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন তাঁরা। আধ ঘন্টার মধ্যে‌ই ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।