সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছতে এবার এলাকাবাসীর দুয়ারে হাজির তৃনমূল কর্মীরা

নিজস্ব সংবাদদাতা ৪ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪ পরগণা:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচীর কাজ | পশ্চিমবঙ্গ সরকার যাতে মানুষের দরজায় এসে সরকারি পরিষেবা দিতে পারে সেই জন্যই এই পরিষেবা |

আজ শুক্রবার বনগাঁতে এই দুয়ারে সরকার কর্মসূচীর বার্তা দিতে মানুষের দুয়ারে দুয়ারে পৌছালো তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা | বনগাঁ পৌরসভার গান্ধী পল্লী এলাকা দিয়ে এই প্রচার শুরু হয় | উপস্থিত ছিলেন উঃ ২৪ পরগনার জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক শংকর আঢ্য, বনগাঁ শহর তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ । দেবরাজ চক্রবর্তী বেলন, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর চিকিৎসার দায় ভার নিজ কাধে তুলে নিয়েছেন |

আরও পড়ুন…বহরমপুর গামী একটা তেলের টাঙ্কারে ধাক্কা খেয়ে মৃত বৃদ্ধ

সেই স্বাস্থ্যসাথীর বার্তা নিয়ে মানুষকে সচেতন করতে আজ আমরা মানুষের দুয়ারে এসেছি।