মুখ্যমন্ত্রীর ডাকে পথশ্রী অভিযান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ অক্টোবর,২০২০, রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তার পুনঃ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এর কর্মসূচির সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে  পথশ্রী অভিযান কর্মসূচি।

বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির ফুলবাড়িথেকে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বধনলা গ্রামে রাস্তা নির্মাণের সূচনা করলেন  মুখ্যমন্ত্রী।   তিনি বলেন,  মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনকে সামনে রেখে তার পদতলে সমর্পন করলাম এই কাজ। এই ১২ হাজার কিমি পথ কোথাও ভেঙে গেছে কোথাও নতুন করে করার সিদ্ধান্ত নিয়েছি।

তার জন্য ৫৭৪৭ কোটি টাকা বরাত তৈরী করা হয়েছে। আগামী দিনের সব গ্রামের সাথে বড় রাস্তার যোগাযোগ হয় সেটাই উদ্দেশ্যে।  তিনি জানান, ২০১১ সালের মে মাসে রাজ্যের ক্ষমতা দখলের সময় রাজ্যে  ৯২ হাজার ২৩ কিমি পথ ছিল।

আমাদের সময় আট বছরে  ৩ লক্ষ ১৬ হাজার ৭৩০ কিমিতে নিয়ে আসা হয়েছে । পরিকাঠামোর বৃদ্ধি  ২৪৪ শতাংশ বৃদ্ধির হার। বাংলা রাস্তা নির্মানে ও দুরত্বে এক নম্বরে ।

আরও পড়ুন…শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপির পূর্ব জেলার সম্পাদক

যতদিন সব রাস্তা ঠিক না হবে ততদিন উন্নয়ন যজ্ঞ থামবে না।  তবে একসাথে সব করা যাবে না তাই আস্তে আস্তে সমস্তটাই করা হবে।