লক্ষ্য ২১’শের বিধানসভা ভোট, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর  

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর, ২০২০: মঙ্গলবার খড়্গপুরের প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী তিনি। এদিন বৈঠক থেকে মেদিনীপুরের জন্য একাধিক বরাদ্দ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কর্ণগড় মন্দিরের সংস্কারের জন্য ১ কোটি টাকা ও খড়গপুর ইন্ডাস্ট্রিয়ালএস্টেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি। দাঁতাল হাতিদের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ বাংলার বেশ কয়েকটি জেলায় প্রায়শই তাণ্ডব চালায় দাঁতাল বাহিনী। কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে তনছন করে দেয় বাজার-ঘাট।কখনও হামলা করে বাড়িতে। রীতিমতো ভাঙচুর চালায় তারা। কখনও আবার দীর্ঘক্ষণ আটকে রাখে সড়ক। সাধারণ মানুষও রেহাই পায় না দাঁতাল বাহিনীর রোষানল থেকে। ওই সব জেলায় হাতির হানায় মৃত্যুর ঘটনাও ঘটে প্রচুর। সেই কথা বিবেচনা করেই এদিন পশ্চিম মেদিনীপুরের সভা থেকে হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে, পশ্চিম মেদিনীপুরেও ঘটে।

আরও পড়ুন…হাথরস কাণ্ডের প্রতিবাদে পথে নামল বাম ও কংগ্রেস, কৃষি আইনের প্রতিবাদ তৃণমূল সেলের

সেই কারণে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, মৃতের পরিবারের একজন চাকরিও পাবেন হোমগার্ড পদে।” পাশাপাশি মাওবাদী হামলায় মৃত অথবা ১০ বছর ধরে নিখোঁজের পরিবারের একজনকে চাকরি অথবা ৪ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।