বাংলাদেশের হিংসা নিয়ে মুখ খুললেন অপর্ণা সেন, কী বললেন?

অপর্ণা

বাংলাদেশের হিংসা নিয়ে মুখ খুললেন অপর্ণা সেন, কী বললেন? বাংলাদেশের  কুমিল্লার মূর্তিভাঙা ও হিন্দু হত্যার প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে৷ তবে বাংলাদেশ জুড়ে হিন্দু নির্যাতন এখনও কমেনি৷ এবার বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন।

 

বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে ইংরাজিতে অপর্ণা লেখেন, ‘বাংলাদেশের কি হয়েছে? বাংলাদেশ কি ক্রমশ পাকিস্তানে পরিণত হচ্ছে? বাংলাদেশী হিন্দুদের নির্যাতন ও হত্যা করার খবর আমরা পড়তে এবং শুনতেই থাকি! এসব থামা দরকার! দয়া করে থামুন!

 

অপর্ণা লেখেন, ‘আমি পুজোর সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায়ের তীব্র নিন্দা জানাই! যেকোনো জায়গায় যেকোনো ধরনের সহিংসতার জন্য জিরো টলারেন্স! বিশ্বের যে কোনপ্রান্তে মানুষের উপর আক্রমণ হলে বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তৎক্ষনাৎ সোশ্যালমিডিয়াতে কিংবা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা যায় অভিনেত্রী ও সামাজিকভাবে সচেতন অপর্ণা সেনকে৷ কিন্তু প্রায় একসপ্তাহ ধরে বাংলাদেশে হিন্দু হত্যা ও দুর্গামূর্তি ভাঙার মতো ঘটনা ঘটলেও অপর্ণার কোনও বক্তব্য সামনে আসেনি এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক বাঁকা মন্তব্য ও সমালোচনা উঠে আসছিল অন্য অভিনেতা রাজনীতিবিদ এবং নেটিজেনদের কাছ থেকে৷

 

আর ও পড়ুন     নবদ্বীপ গঙ্গার উপর তৈরি সেতুতে বড়সড় ফাটল, সাময়িক বন্ধ হলো যান চলাচল

 

এরপরই এদিন টুইট করে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ালেন অপর্ণা। রাজ্য বিজেপির যুবমোর্চার সহসভাপতি তরুণজ্যোতি তিওয়ারি অপর্ণার টুইটের রিপ্লাইয়ে লিখেছেন, ‘ঘুম ভাঙলো ম্যাডাম? আপনাদের বাড়ীর কাছে কি এখনো মোমবাতি কিনতে পাওয়া যায়? প্যালেস্টাইন, গাজা সব নিয়ে মন্তব্য থাকে আপনাদের শুধু হিন্দুদের কিছু হলে কেমন চুপ করে যান।

 

উল্লেখ্য, বাংলাদেশের  কুমিল্লার মূর্তিভাঙা ও হিন্দু হত্যার প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে৷ তবে বাংলাদেশ জুড়ে হিন্দু নির্যাতন এখনও কমেনি৷ এবার বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে ইংরাজিতে অপর্ণা লেখেন, ‘বাংলাদেশের কি হয়েছে? বাংলাদেশ কি ক্রমশ পাকিস্তানে পরিণত হচ্ছে? বাংলাদেশী হিন্দুদের নির্যাতন ও হত্যা করার খবর আমরা পড়তে এবং শুনতেই থাকি! এসব থামা দরকার! দয়া করে থামুন!