রাজ্যে ফের বাড়লো করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ৩৭ জনের

একদিনে

রাজ্যে ফের বাড়লো করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ৩৭ জনের ।করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই প্রতি দিন লাফিয়ে লাফিয়ে  বাড়ছিল করোনায়  দৈনিক সংক্রমণ।গোটা দেশের মধ্যে দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই ছিল পশ্চিমবঙ্গ। যদিও বর্তমানে পরিস্থিতিতে খানিকটা রাশ টানা গিয়েছে। দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচে থাকলেও মৃত্যুর গ্রাফ এখনও দুশ্চিন্তায় রেখেছে রাজ্যের  স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

 

শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। একদিনে এই জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত ১ হাজার ৩৬০ জন। পাশাপাশি দার্জিলিংয়ের পরিসংখ্যানও উদ্বেগজনক।

 

একদিনে এইখানে আক্রান্ত হয়েছেন ৮০০ জন। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লক্ষ ৫৮ হাজার ২৬৫ জন। শনিবার রাজ্যের পজিটিভিটি রেট ১১.১৩ শতাংশ। গতকাল ১২ শতাংশের উপরে ছিল পজিটিভিটি রেট।

 

দুশ্চিন্তা বাড়িয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ হাজার ৩১৩ জন। এর মাঝেই সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১৩ জন। রাজ্যে এখনও জারি কড়া বিধিনিষেধ। কিছু ক্ষেত্রে খানিকটা ছাড় দেওয়া হলেও বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

 

আর ও পড়ুন    টিকটিকির মতো দেখতে প্রাণীটির দাম ২৫ লক্ষ টাকা

 

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই প্রতি দিন লাফিয়ে লাফিয়ে  বাড়ছিল করোনায়  দৈনিক সংক্রমণ।গোটা দেশের মধ্যে দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই ছিল পশ্চিমবঙ্গ। যদিও বর্তমানে পরিস্থিতিতে খানিকটা রাশ টানা গিয়েছে। দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচে থাকলেও মৃত্যুর গ্রাফ এখনও দুশ্চিন্তায় রেখেছে রাজ্যের  স্বাস্থ্য বিশেষজ্ঞদের।  শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। একদিনে এই জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন।

 

দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত ১ হাজার ৩৬০ জন। পাশাপাশি দার্জিলিংয়ের পরিসংখ্যানও উদ্বেগজনক। একদিনে এইখানে আক্রান্ত হয়েছেন ৮০০ জন। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লক্ষ ৫৮ হাজার ২৬৫ জন। শনিবার রাজ্যের পজিটিভিটি রেট ১১.১৩ শতাংশ। গতকাল ১২ শতাংশের উপরে ছিল পজিটিভিটি রেট।  দুশ্চিন্তা বাড়িয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ হাজার ৩১৩ জন। এর মাঝেই সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১৩ জন। রাজ্যে এখনও জারি কড়া বিধিনিষেধ। কিছু ক্ষেত্রে খানিকটা ছাড় দেওয়া হলেও বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।