করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পর পাঁচ ঘণ্টার বেশি দেহ পড়ে রইল বাড়িতেই চাঞ্চল্য শিবপুরে

নিজস্ব সংবাদদাতা ২৫ এপ্রিল ২০২১হাওড়া: করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পর পাঁচ ঘণ্টার বেশি দেহ পড়ে রইল বাড়িতেই। আজ সকালে ঘটনাটি ঘটে শিবপুর বিধানসভা এলাকার ৫/৯/২/১ কালি প্রসাদ চক্রবর্তী লেন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর এলাকার বাসিন্দা হরিসাধন ভট্টাচার্য্য(৫৩) দীর্ঘদিন জ্বর, সর্দি , কাশিতে ভুগছিলেন। গত ২০ এপ্রিল একটি বেসরকারী ক্লিনিকে তার করোনা পরীক্ষা হয়। ২১ তারিখ রিপোর্ট হাতে পেলে জানা যায় করোনা পজিটিভ। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গতকাল তার শরীরে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় পরিবারের লোকেরা তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে অক্সিজেন দেওয়ার পর রাতে তাকে বাড়ি ফিরিয়ে আনেন। বাড়ির মধ্যেই তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ সকাল পৌনে আটটা নাগাদ তার মৃত্যু হয়। এরপর তার পরিবারের লোকেরা বিভিন্ন হেল্পলাইনে ফোন করে সৎকারের জন্য সাহায্য চাইলেও কোন সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। শেষমেষ তার ছেলে ব্যাঁটরা থানার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের পক্ষ থেকেও সাহায্য করার চেষ্টা করা হয়। কিন্তু এখনও পর্যন্ত হাওড়া পুরসভা বা স্বাস্থ্য দপ্তর থেকে কোনো পরিষেবা পাওয়া যায়নি। ঘরের মধ্যে পড়ে রয়েছে মৃতদেহ। পরিবারের লোকের আশঙ্কা এর থেকে অন্য লোকেরাও সংক্রামিত হতে পারেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেহ বাড়িতেই পড়ে রয়েছে।

আরো পড়ুন…ভোটের আগের দিনে নদীর ঘাট তীরবর্তী এলাকায় উদ্ধার যুবকের দেহ