কাশিমবাজার রেলওয়ে স্টেশন লিফটএর শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ২২ফেব্রুয়ারি ২০২১: কাশিমবাজার রেলওয়ে স্টেশনে লিফটের উদ্বোধন করলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘদিন ধরেই এলাকার বয়স্ক মানুষেদের এক নম্বর প্লাটফর্মে যেতে অসুবিধা হতো।

রেল প্রতিমন্ত্রী থাকাকালীন অধীর রঞ্জন চৌধুরী রেলের কাছে প্রস্তাব রাখার পরেই রেল দপ্তর থেকে এই লিফট করার অনুমোদন পাওয়া যায়। আজ বহরমপুর কাশিমবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধন সেইসঙ্গে শেডের ব্যবস্থাও করে দেওয়া হয়। এ ডি আর এম এস এস প্রিয়দর্শনী জানান যে লিফটটি চালু হলো একসঙ্গে ১৩ জন ওঠানামা করতে পারবে এবং ৮০০কেজির উপরে ভার বহন করতে পারবে। সেই সঙ্গে তিনি জানান নসিপুর রেল ব্রিজের কাজ প্রায় শেষ কিন্তু রাজ্য সরকারের কাছে অনুমোদন পেয়ে গেলে যথা শীঘ্র রেললাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। অধীর চৌধুরী জানান কাশিমবাজার রেলওয়ে স্টেশন কে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এখানকার মানুষরা দীর্ঘদিন ধরেই রেলে যাতায়াত করতে অসুবিধা ছিল। এই লিফট চালু হওয়ায় বয়স্ক ও বাচ্চাদের অনেক সুবিধা হল। চুয়াপুর রেলওয়ে ব্রিজ প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের সহযোগিতা পেলে অনেকদিন আগেই ব্রিজের কাজ সম্পন্ন হতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী ও রেলের আধিকারিক বৃন্দ। এই লিফট চালু হওয়ায় খুশি এলাকাবাসী।

আরও পড়ুন…করোনা আবহের জেরে এবছরে জৌলুসহীন বৈরাগ্য তলার মেলা ও উৎসব