করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হলো চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গা পার্ক

চন্দ্রকোনার

করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হলো চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গা পার্ক। পশ্চিম মেদিনীপুর জেলার
ঘাটাল মহকুমার চন্দ্রকোনার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ফাঁসি ডাঙ্গাকে বেশ কিছুদিন আগে ঢেলে সাজানো হয়েছিল ব্লক প্রশাসনের ও জেলা প্রশাসনের উদ্যোগে। ঐতিহাসিক ফাঁসি ডাঙ্গা কে মানুষের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তোলার জন্যই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই উদ্যোগ নিয়েছিলেন।
সমগ্র পার্কটি তৈরি হয়েছিল এম জি এন আর ই জি এ প্রকল্পের সহায়তায়।

 

আগে থেকেই শীতের সময় পিকনিক করতে ওই জায়গায় যেত কচিকাচার দল। এখন পার্কটিকে ঢেলে সাজানোর পর ভিড় জমাচ্ছেন চন্দ্রকোনার আশেপাশের লোকজন সহ বিভিন্ন জায়গার পর্যটকেরা। কিন্তু বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে বিনা নোটিশে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো ফাঁসি ডাঙ্গা এই পার্কটি কে।
আগাম থেকে পার্ক চত্বরে কোনো নোটিশ ঝোলানো হয়নি পার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে বলে।

 

স্বাভাবিকভাবেই এলাকার মানুষ সেই সম্বন্ধে কিছুই জানতেন না। এলাকার মানুষ সহ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা পার্কে এসে দেখছেন গেটে ঝোলানো রয়েছে তালা , তার পাশেই রয়েছে নোটিশ “করোনার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে পার্ক”। করোনার জন্য বন্ধ পার্ক মন খারাপ করে বাড়ি ফিরে যেতে হচ্ছে পর্যটকদের । তাতে অবশ্য পর্যটকদের কোন দুঃখ নেই, করোনা মহামারী কে কাটিয়ে মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরলে পার্কে আসবেন তারা এমনটাই জানাচ্ছেন পর্যটকেরা।

 

উল্লেখ্য, করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হলো চন্দ্রকোনার ফাঁসি ডাঙ্গা পার্ক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ফাঁসি ডাঙ্গা কে বেশ কিছুদিন আগে ঢেলে সাজানো হয়েছিল ব্লক প্রশাসনের ও জেলা প্রশাসনের উদ্যোগে। ঐতিহাসিক ফাঁসি ডাঙ্গা কে মানুষের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তোলার জন্যই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই উদ্যোগ নিয়েছিলেন।
সমগ্র পার্কটি তৈরি হয়েছিল এম জি এন আর ই জি এ প্রকল্পের সহায়তায়। আগে থেকেই শীতের সময় পিকনিক করতে ওই জায়গায় যেত কচিকাচার দল।

 

আর ও পড়ুন    টিকটিকির মতো দেখতে প্রাণীটির দাম ২৫ লক্ষ টাকা

 

এখন পার্কটিকে ঢেলে সাজানোর পর ভিড় জমাচ্ছেন চন্দ্রকোনার আশেপাশের লোকজন সহ বিভিন্ন জায়গার পর্যটকেরা। কিন্তু বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে বিনা নোটিশে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো ফাঁসি ডাঙ্গা এই পার্কটি কে। আগাম থেকে পার্ক চত্বরে কোনো নোটিশ ঝোলানো হয়নি পার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে বলে। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ সেই সম্বন্ধে কিছুই জানতেন না। এলাকার মানুষ সহ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা পার্কে এসে দেখছেন গেটে ঝোলানো রয়েছে তালা , তার পাশেই রয়েছে নোটিশ “করোনার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে পার্ক”।

 

করোনার জন্য বন্ধ পার্ক মন খারাপ করে বাড়ি ফিরে যেতে হচ্ছে পর্যটকদের । তাতে অবশ্য পর্যটকদের কোন দুঃখ নেই, করোনা মহামারী কে কাটিয়ে মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরলে পার্কে আসবেন তারা এমনটাই জানাচ্ছেন পর্যটকেরা।