চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সিউড়ি সদর হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা ৮মে ২০২১ বীরভূম: বীরভূমের সিউড়ির এক মধ্য বয়স্ক মহিলা করোনা পজিটিভ অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হন। তবে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে।

আর এই ঘটনায় তার মেয়ে রাজন্না চক্রবর্তী সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসকদের কাঠ গড়ায় তুলেছেন চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে।শুক্রবার ওই মহিলার মৃত্যুর পরই তার মেয়ে রাজন্না ফেসবুক লাইভ করে হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে এবং চিকিৎসায় গাফিলতি নিয়ে ক্ষোভ উগরে দেয়। যার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় শহর জুড়ে।রাজন্না চক্রবর্তীর অভিযোগ, চিকিৎসকদের করোনা পজিটিভ রিপোর্ট দেখানো সত্ত্বেও কোনো গুরুতর ব্যবস্থা নেওয়া হয়নি। বারংবার শ্বাসকষ্ট এবং অন্যান্য অসুবিধার কথা জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবে কোনো রকম ভ্রুক্ষেপ করেননি। আর এরপর এই চিকিৎসার গাফিলতিতে আমার মা মারা যান।

আরও পড়ুন….নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজির দোকান ঘরে ধাক্কা মারল একটি ট্রাক্টর