তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা চদ্র কোনায় ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ১০ জানুয়ারি ২০২১: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। ঘটনায় গুরুতর আহত ৩ বিজেপি কর্মী ও ১ জন তৃণমূল কর্মী।

বিজেপির অভিযোগ শনিবার রাতে আর নয় অন্যায় কর্মসূচির ছিল চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কামারগাড়ি এলাকায়। আর ওই কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে ৫ বিজেপি কর্মী সমর্থকের উপর অতর্কিত হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় দুটি মোটর বাইক। রাতেই আহত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে । ১ জনের শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অপরদিকে তৃণমূলের অভিযোগ রাতে তৃণমূল কর্মী সুকুমার ঘোষ বাড়ি ফেরার সময় বিজেপির কর্মী-সমর্থকেরা তার ওপর অতর্কিতে হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকেও রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। খবর পেয়ে রাতেই চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চরম উত্তেজনা। এখনো ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিসবাহিনী।

আরও পড়ুন….আগুন লেগে প্রাণ গেল ১০ সদ্যোজাতের মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে