দুস্থের সেবা করায় ” আইকন অব নর্থবেঙ্গল ” পুরস্কার পেলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি

দুস্থের সেবা করায় ” আইকন অব নর্থবেঙ্গল ” পুরস্কার পেলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২ মার্চ ২০২১উত্তর দিনাজপুর: করোনা কালে একজন শিল্পপতি হিসেবে দুস্থ গরীব মানুষের প্রতি সেবামূলক কাজ করায় ” আইকন অব নর্থবেঙ্গল ” পুরস্কার পেলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। রবিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে কৃষ্ণ কল্যানীর হাতে এই পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর৷

” আইকন অব নর্থবেঙ্গল ” পুরস্কার পেয়ে আপ্লুত রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানী ধন্যবাদ জানিয়েছেন পুরস্কার দাতা দৈনিক জাগরন সংস্থাকে। তিনি নিজেকে ভীষণ গর্বিত বোধ করছেন মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর মহাশয়ের হাত থেকে এই সন্মান গ্রহন করতে পেরে।২০২০ সালের মার্চ ২৪ তারীখ থেকে সারা দেশের সাথে সাথে এরাজ্যেও করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হয় লকডাউন। কর্মহীন হয়ে হয়ে পড়েন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার হাজার হাজার দুস্থ গরীব দিনমজুর শ্রেনীর মানুষ যাঁরা দিন আনি দিন খাই। লকডাউনে বেরোজগেরে হয়ে পরায় তাদের পরিবারে দেখা দেয় অন্নের অভাব। আর ঠিক সেইসময় রায়গঞ্জ শহরের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী এইসব অসহায় মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন। চালু করলেন ” ফুড ফর পুওরস ” কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে দৈনিক হাজার হাজার অভুক্ত মানুষের মুখে তুলে দিলেন রান্না করা খাবার। শুধু রান্না করা খাবারই নয় শহর থেকে গ্রাম সর্বত্র দরিদ্র দিন আনি দিন খাই মানুষদের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী সহ র‍্যাশন। রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলার জন্য শুধু নয়, করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ রিলিফ ফান্ডে দান করেছেন ২০ লক্ষ টাকা। এছাড়াও করোনা আবহে পুজোর সময় হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতার হাতে তুলে দিয়েছেন নতুন পোশাক। আজ উত্তর দিনাজপুর জেলায় এমন একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম নেই যেখানে পৌঁছায়নি শিল্পপতি কৃষ্ণ কল্যানীর সাহায্য সহযোগিতার হাত। তাঁর এই জনসেবা করায় প্রভূত উপকার পেয়েছেন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার দুস্থ ও গরীব মানুষেরা। আর সেই কারনেই দৈনিক জাগরন নামে একটি সংস্থা শিল্পপতি কৃষ্ণ কল্যানীকে ” আইকন অব নর্থবেঙ্গল ” পুরষ্কারে ভূষিত করলেন। রবিবার শিলিগুড়িতে তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আরও পড়ুন…কলকাতায় হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃহৎ সমাবেশ,

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top