এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম

ধাক্কায়

এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম। এর আগে উর্ধ্মূখী জ্বালানির দামে হ্রাস টানতে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। তবে এই মুহূর্তে ক্রুড ওয়েলের দাম উপরের দিকে থাকার কারনে এখনও দেশে পেট্রোল-ডিজেলের দাম ১০০ টাকা থেকে ৯০ টাকার মধ্যে রয়েছে। তেল উৎপাদক দেশগুলির সংগঠন OPEC- ক্রুড ওয়েলের উৎপাদন আর বাড়াতে চায় না।

 

আর সেদিকে তাকিয়ে ভারত, আমেরিকা সহ ক্রুড ওয়েলের বড় উপভোক্তাদেশগুলি জবাব দিতে নয়া রণনীতি নিয়েছে। এই সিদ্ধান্তে অনেকটাই কমতে চলেছে জ্বালানির দাম। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ভারত ক্রুড ওয়েলের দাম কমাতে strategic oil reserves থেকে ৫০ লাখ ব্যারোল ক্রুড ওয়েল বার করার সিদ্ধান্ত নিতে চলেছে। ভারত আমেরিকা, চিন এবং অন্যবড় দেশগুলি বাজারে অতিরিক্ত ক্রুড ওয়েল আনতে কাজ করছে।

 

জানা যাচ্ছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে। ভারতের কাছে থাকা strategic oil reserves থেকে বার করা ক্রুড ওয়েল রিফাইনারি এন্ড পেট্রোক্যামিক্যাল লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়ম কর্পোরেশনের কাছে এই তেল বিক্রি করা হবে। এই দুটি তেল সংস্থা strategic oil reserves -এর সঙ্গে যুক্ত করা রয়েছে। ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রয়োজন পড়লে ভারত নিজেদের strategic oil reserves থেকে অতিরিক্ত ক্রুড ওয়েল বার করতে পারবে। ভারত strategic oil reserves খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে এক ধাক্কায় ক্রুড ওয়েলের দাম কমবে বলে আশা।

 

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্নাটকে দুটি জায়গাতে strategic oil reserves বানিয়েছে ভারত। মোট এতে 3.8 কোটি ব্যারল তেল ধরে। এর ফলে আগামিদিনে নাকি আরও কমবে জ্বালানীর দাম। এমনই বলছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে প্রথমে জ্বালানীর উপর থেকে কর কমিয়েছে বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমিয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি। গত ২ নভেম্বর থেকে এ রাজ্যে অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। তবে এই দাম আরও কমতে পারে।

 

আর ও পড়ুন    বাঘের আক্রমণে জখম হরিণ প্রাণ বাঁচাতে নদী সাঁতরে এলো লোকালয়ে

 

আম জনতার জন্য তেলের দাম কমাতে সম্প্রতি বড় পদক্ষেপ নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ঘোষণা করেছেন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়া হবে। সম্ভবত এরপর বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। শীঘ্রই স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫০ লক্ষ ব্যারেল ক্রুড তেল ছাড়তে চলেছে ভারতও। এই বিষয়ে ইতিমধ্যে তেল সংস্থাগুলোর সঙ্গে বৈঠকও করেছেন পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি।