নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৪৩ জন, নিখোঁজ রয়েছেন ৩০ জন

নেপালে

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৪৩ জন, নিখোঁজ রয়েছেন ৩০ জন । নেপালে তিন দিন ধরে চলতে থাকা ভারী বৃষ্টির  জেরে  ভয়াবহ বন্যা পরিস্থিতি  দেখা দিয়েছে। একটানা ভারী বৃষ্টির  কারণে  দেশটির বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছেন। জানা গিয়েছে, আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন।  নেপালের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সমতল এলাকাগুলো বন্যা ও ভূমিধসে বেশি ক্ষতির মুখে পড়েছে। এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটে এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা বাঝেং-এর আবাসিক এলাকায় বন্যায় নিখোঁজের ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। তবে বৈরি আবহাওয়া উদ্ধার কাজ ব্যহত করছে। জানা গিয়েছে, নেপালের বাইতাদি জেলায় সবচেয়ে বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে।

 

আর ও পড়ুন    বাংলাদেশের হিংসা নিয়ে মুখ খুললেন অপর্ণা সেন, কী বললেন?

 

সেখানে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েন বহু লোক। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে। সালিয়ান জেলায়ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কার্নালি প্রদেশেও প্রাণহানী ও ক্ষয়ক্ষতি হয়েছে।

 

উল্লেখ্য, নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৪৩ জন, নিখোঁজ রয়েছেন ৩০ জন । নেপালে তিন দিন ধরে চলতে থাকা ভারী বৃষ্টির  জেরে  ভয়াবহ বন্যা পরিস্থিতি  দেখা দিয়েছে। একটানা ভারী বৃষ্টির  কারণে  দেশটির বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছেন।

 

জানা গিয়েছে, আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন।  নেপালের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সমতল এলাকাগুলো বন্যা ও ভূমিধসে বেশি ক্ষতির মুখে পড়েছে। এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটে এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা বাঝেং-এর আবাসিক এলাকায় বন্যায় নিখোঁজের ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। তবে বৈরি আবহাওয়া উদ্ধার কাজ ব্যহত করছে। জানা গিয়েছে, নেপালের বাইতাদি জেলায় সবচেয়ে বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েন বহু লোক। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে। সালিয়ান জেলায়ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কার্নালি প্রদেশেও প্রাণহানী ও ক্ষয়ক্ষতি হয়েছে।