বাংলা তার মেয়েকে চায় সাংবাদিক সম্মেলনে মন্তব্য দমকল মন্ত্রী সুজিত বসুর

নিজস্ব সংবাদদাতা ২২ফেব্রুয়ারি ২০২১লেকটাউন : আজ দমকল মন্ত্রী সুজিত বসু সাংবাদিক সম্মেলন করলেন ।বাংলা তাঁর মেয়েকে চায়। তিনি জানালেন পেট্রোল গ্যাসের দাম মূল্য বৃদ্ধি হচ্ছে তাই নিয়ে রাস্তায় নামছে ।

আমরা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছি বাংলার ঐতিহ্য বজায় রাখার জন্য লড়াইয়ে বাংলার মেয়েরা আজ অনেক এগিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন ।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কন্যাশ্রী থেকে যুবশ্রী সমস্ত কিছু আজ করেছে তাই বাংলা নিজের মেয়েকেই চায়।মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে, পাড়ায় পাড়ায় সমাধান একাধিক প্রকল্প করেছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে। ১০কোটি মানুষ পরিষেবা পাচ্ছে বিধান নগর বিধানসভা কেন্দ্রে ২৫হাজার পরিবার।আজ এই পরিষেবা পেয়েছে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই প্রসঙ্গে বলেন যখন এই নির্বাচন আসে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিজেপি কাজে লাগায় আসলে বাংলায় ওদের কিছু আর বলার নেই মুখ্যমন্ত্রী এত কাজ করেছেন ।যখন ঐ নির্বাচন আসে তখন ঐ তৎপরতা বেড়ে যায় এই এজেন্সিগুলোকে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কাউকে ভয় দেখানো চমকানো সেটা নির্বাচন এর আগে হচ্ছে কেন মানুষ বুঝতে পারছে। ওরা যদি এত সৎ হত যাদের নামে এত অভিযোগ তাঁদেরকে নিল কেন? পাশে বসে মিটিং করতে হচ্ছে তাঁদেরকে ছাড়া দল চলবেনা।বাবুল সুপ্রিয় প্রসঙ্গে বলেন দিল্লির কান আগে টানা দরকার আছে। আজকে দেশ ছেড়ে নীরব মোদি কি করে বেরিয়ে গেল কি করে ললিত মোদী দেশ থেকে বেরিয়ে গেল কাদের অঙ্গুলিহেলনে ব্যাংকের টাকা মুকুব করে দেওয়া হলো সেগুলো দেশের মানুষকে আগে জানা দরকার আগে দিল্লির কানটানা দরকার আছে তাহলে সমস্ত উত্তর মানুষের কাছে প্রকাশ্যে হয়ে যাবে।

আরও পড়ুন…কাশিমবাজার রেলওয়ে স্টেশন লিফটএর শুভ উদ্বোধন