মোট ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে দিল্লিতে রওনা হল ভারতীয় রেল

নিজস্ব সংবাদদাতা ১ লা মে ২০২১ বর্ধমান, দুর্গাপুর: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ( সেল ) তরল অক্সিজেন গেল দিল্লীতে ।

দুর্গাপুরের সগরভাঙ্গা জোনাল সেন্টারের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ৬ টি অক্সিজেন এক্সপ্রেস কন্টেনার শনিবার রেল রেকের মাধ্যমে দিল্লী যাচ্ছে । প্রতিটা কন্টেনারে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন রয়েছে । মোট ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা হল ভারতীয় রেল । উপস্থিত ছিলেন সেলের আধিকারিক সহ কন্টেনার সংস্থার আধিকারিকগন ।

আরও পড়ুন…“সাধারণ মানুষের কথা ভেবে আংশিক লকডাউন করা হয়েছে” প্রাতঃভ্রমণে মন্তব্য দিলীপ ঘোষের