সরকারি উদ্যোগে চা বাগান তৈরি করে নয়া নজির কালিয়াগঞ্জে

নিজস্ব সংবাদদাতা ২৯ জানুয়ারি ২০২১উত্তর দিনাজপুর: সরকারি উদ্যোগে কালিয়াগঞ্জ চা বাগান তৈরি করে নয়া নজীর সৃষ্টি করতে চলছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি।আমরা জানি দার্জিলিংয়ের চা জগত বিখ্যাত কিন্তু আগামী দিনে কে জানে কালিয়াগঞ্জ এর সমতল এর মাটিতে উৎপাদিত চা সকলের কাছে প্রিয় হয়ে উঠবে না ।

বর্তমানে এগুলো সবই পরীক্ষা নিরীক্ষার বিষয়। যার এক্সপেরিমেন্ট চলছে এখন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির চত্বরে ।যার মূল কান্ডারী কালিয়াগঞ্জ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন কুমার ধারা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার। জানা যায় এই চা গাছের চারা লাগানো হয়েছে   পঞ্চায়েত চত্বর জুড়ে। একদিকে যেমন পঞ্চায়েত সমিতির পিছনে পুকুরের ধার ধরে লাগানো হয়েছে চা গাছের চারা তেমনি পঞ্চায়েত সমিতির সামনে সারি সারি করে লাগানো হয়েছে এই চা গাছ। প্রতিটি চা গাছ বেশ কিছুদিন হয়ে গেল লাগানো। কিন্তু এই অল্প সময়ের মধ্যে স্বেচ্ছায় কাজগুলোর চেহারা উন্নত থেকে উন্নত পর্যায়ের দিকেই এগোচ্ছে। যা এই চা গাছের এক্সপেরিমেন্ট করতে সাহায্য করবে। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানান, ইসলামপুর, চোপড়া তে যদি অনেক জায়গায় ধান কিংবা আনারসের পরিবর্তে চা বাগান গড়ে উঠতে পারে। তাহলে কালিয়াগঞ্জ এর মাটিতে কেন এই চা গাছ হবে না। তিনি বলেন তারা সেই পরীক্ষার লক্ষ্যে পঞ্চায়েত সমিতি র চারপাশে এই চা গাছের চারা লাগিয়েছেন। আগামী দিনে যদি এখানে সফলতা তারা পান তাহলে পঞ্চায়েত সমিতির মাধ্যমে কালিয়াগঞ্জ ব্লক এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে ১০০ দিনের কাজের মাধ্যমে এই চা গাছ তৈরীর পরিকল্পনা নেয়া হবে। এখন শুধুমাত্র পরীক্ষা প্রার্থনীয়। দেখা যাক কি হয় আগামী দিনে। তিনি বলেন এখন যে চা গাছের চারাগুলো লাগানো হয়েছে তারা পঞ্চায়েত সমিতির নিজস্ব আর্থিক তহবিল থেকে উদ্যোগ নিয়ে করা হয়েছে।

আরও পড়ুন…“তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখানোর চেষ্টা করছে” মন্তব্য বিধায়িকা তাপসী মণ্ডলের