পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন, কবে থেকে ? জানুন

সুন্দরবন

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন, কবে থেকে ? জানুন । পর্যটকপ্রেমীদের জন্য সুখবর। আগামী   ১ অক্টোবর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে নির্দেশিকা জারি  করেছে রাজ্যের  অরণ্য ভবন। তবে সুন্দরবনে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে।

 

শর্তসাপেক্ষে রাজ্যে একের পর এক পর্যটন কেন্দ্র ইতিমধ্যে খুলে গেলেও সুন্দরবন সেই অনুমতি পায়নি। ফলে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা না বাড়ায়  ক্ষতির মুখে পড়ছিলেন সেখানকার  ব্যবসায়ীরা।  এবার জানা গিয়েছে,  ‘‘১ অক্টোবর থেকেই পর্যটকেরা সুন্দরবন ভ্রমণের জন্য বুকিং করতে পারবেন। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী পর্যটকদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণের জেরে মার্চের শেষ সপ্তাহে বন্ধ হয়ে যায় সুন্দরবনের পর্যটন। ১৫ জুন পর্যটন খুললেও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য একমাসের মধ্যেই ফের বন্ধ হয়ে যায় জঙ্গল। এরপরে গত বছর ২৩ সেপ্টেম্বর জঙ্গলে যাওয়ার অনুমতি পান পর্যটকেরা। কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসে পড়ায় এ বছর এপ্রিলে ফের বন্ধ হয় সুন্দরবনের পর্যটন। সেই থেকে টানা পাঁচ মাসের বেশি পর্যটকদের বন্ধ ছিল জঙ্গল।

 

আর ও  পড়ুন    ভূতগ্রামে দুর্গাপুজো নয়, এই গ্রাম জেগে ওঠে লক্ষ্মী পুজোতে

 

সুএদিকে সুন্দরবনে পর্যোতদের যাতায়াত বন্ধ থাকার ফলে সেখানে ক্ষতির মুখে পড়েছিলেন স্থানীয় ব্যাবসায়ীরা।  জঙ্গল বন্ধ থাকায় পুজোর বুকিং নিতে পারছিলেন না। বন দফতর পুজোর মরসুমের আগেই জঙ্গল খুলে দেওয়ায় সকলে খুশি সেখানকার ব্যাবসায়ীরা।

 

তবে সুন্দরবন পর্যটকদের জন্ন্য খুলে দেওয়া হলেও   বন দফতরের নির্দেশিকায় পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধের কথা জানানো হয়েছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি যাতে বজায় থাকে, সে ভাবেই ট্যুর করতে হবে বলে জানানো হয়েছে।

 

গত বছর করোনা সংক্রমণের জেরে মার্চের শেষ সপ্তাহে বন্ধ হয়ে যায় সুন্দরবনের পর্যটন। ১৫ জুন পর্যটন খুললেও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য একমাসের মধ্যেই ফের বন্ধ হয়ে যায় জঙ্গল। এরপরে গত বছর ২৩ সেপ্টেম্বর জঙ্গলে যাওয়ার অনুমতি পান পর্যটকেরা। কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসে পড়ায় এ বছর এপ্রিলে ফের বন্ধ হয় সুন্দরবনের পর্যটন। সেই থেকে টানা পাঁচ মাসের বেশি পর্যটকদের বন্ধ ছিল জঙ্গল।