১১ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও বাড়িতেই পরে রইলো করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া অবসরপ্রাপ্ত রেলকর্মীর দেহ

নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১ বাগুইহাটি: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল অবসরপ্রাপ্ত রেলকর্মী ৭০ বছরের বৃদ্ধ অসিত দের। স্থানীয় সূত্রে খবর কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা চলছিল তার।

বৃহস্পতিবার রাতে শারীরিক অবনতি হওয়ায় স্ত্রী অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও মেলেনি চিকিৎসা অবশেষে স্বামীর মৃত্যু হয় এম্বুলেন্সে এমনটাই জানায় স্ত্রী ।বাগুইহাটি থানার রঘুনাথপুর বাড়িতে এসে বৃহস্পতিবার রাতে ডেড বডি বাড়িতে রাখা হয় এখনও পর্যন্ত সেই ডেড বডি বাড়িতে পড়ে রয়েছে এবং আগলে রয়েছে মৃতার স্ত্রী। স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ যে দীর্ঘ সময় গতকাল থেকে একাধিক জায়গায় ফোন করা হলেও মেলেনি কোনো সুরাহা, কোনো সাহায্যের হাত। অবশেষে বাগুইআটি থানার পুলিশ সকালে এসে খোঁজখবর করে যায়। এখনো পর্যন্ত মৃতদেহ রঘুনাথপুর বাড়িতেই রয়েছে । প্রায় ১১ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনটাই অভিযোগ উঠেছে।

আরো পড়ুন….চম্পাহাটি স্টেশনের রেল অবরোধ করে বিক্ষোভ সামিল রেলযাত্রীরা