লকগেট সারলেও জল নেই, এখনো দুর্ভোগে দুর্গাপুর

লকগেট সারলেও জল নেই, এখনো দুর্ভোগে দুর্গাপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান, ৬ নভেম্বর, ২০২০: দুর্গাপুর ব্যারাজে এখনো পর্যন্ত এলোনা পর্যাপ্ত জল।বৃহস্পতিবার সন্ধ্যায় ৩১নম্বর লকগেট মেরামতের কাজ সম্পূর্ণ হয়।দীর্ঘ সময় আগে মাইথন জলাধার থেকে জল ছাড়াও হয়েছিল।

রাত্রির মধ্যে ব্যারাজে ভর্তি হলে,সেই জল পরিশুদ্ধ হয়ে শুক্রবার সকালে জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা জানিয়েছিল দুর্গাপুর নগর নিগম।কিন্তু শুক্রবার সকাল ৯টা পযন্ত পর্যাপ্ত জল দামোদর ব্যারাজে না আসায় ফিডার ক্যানেলে নিদিষ্ট উচ্চতা পযন্ত জলের স্তর উঠেনি।

আরও পড়ুন…উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেফতার পিতা ও কন্যা

জল পরিষেবা স্বাভাবিক হয়নি শহর দুর্গাপুরে।কখন ই বা জল ভর্তি হবে দামোদর ব্যারাজ,কখন ই বা পর্যাপ্ত জল পাবে শহরবাসী,সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দুর্গাপুর শহরের মানুষের মধ্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top